অভয়নগরে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার রফিকুল


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ /
অভয়নগরে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার রফিকুল

স্টাফ রিপোর্টঃ অভয়নগরে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। ১৭/০১/২০২৬ তারিখে এদিন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর মহোদয়। অভয়নগর থানায় এলাকায় কর্মরত গ্রাম পুলিশের সাথে কুশল বিনিময় করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় তাদের সুস্থতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য গ্রাম পুলিশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব মোঃ রাজিবুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর থানা অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশ যশোরের অফিসার-ফোর্সবৃন্দ সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

এছাড়াও জানা গেছে ইতিমধ্যে তিনি সহ উক্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অন্য ৩ থানা- ঝিকরগাছা, শার্শা এবং বেনাপোল বন্দর থানা এলাকার কর্মরত গ্রাম পুলিশের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছেন।