অভিমানের বরফ গলে হয়ে গেল নদী


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ /
অভিমানের বরফ গলে হয়ে গেল নদী

অভিমানের বরফ গলেছে দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সির। তাদের মধ্যে চলা অভিমান, দ্বন্দ, মামলার বুঝি অবসান হতে চলেছে। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের এক পোস্টের মাধ্যমে তেমনটাই ইঙ্গিত মিললো।

আসিফ লিখেন, একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কন্ঠটি। ভাইয়া আমি ন্যান্সি বলছি…।

খুব ভাল লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যান্সি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। নাজমুন মুনিরা ন্যান্সির কন্ঠ আমাদের সম্পদ।

আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ভাল থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কন্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভাল লাগা, আমিও সেই দলের বাইরে নই।