অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে : ফখরুল


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৬, ২০২২, ৭:১৯ পূর্বাহ্ণ /
অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন অভিযানের নামে সারা দেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে। আর এসব অভিযানে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। গুম ও বিচারবহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র।

জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈরশাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে।

এখনো বিশ্বব্যাপী কোনো না কোনো অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি ও সম্প্রদায় নিয়ে সংঘাত চলছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংখ্যাগুরু সংখ্যালঘুর ওপর চালাচ্ছে নির্যাতন। রাজনৈতিক ভিন্নমতের ওপর অসহিষ্ণু শাসকরা চালাচ্ছে নির্দয় অত্যাচার।