আওয়ামী লীগসহ ১৩ দলের সাথে ইসির বৈঠক আজঃ ইভিএম যাচাই


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৮, ২০২২, ৭:০৬ পূর্বাহ্ণ /
আওয়ামী লীগসহ ১৩ দলের সাথে ইসির বৈঠক আজঃ ইভিএম যাচাই

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের চার সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

ইতিমধ্যে ২৬টি নিবন্ধিত দলকে ইভিএম যাচাইয়ে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিসহ আটটি দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি। গত ১৯ জুন জাতীয় পার্টি-জাপাসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক থাকলেও তিনটি দল অনুপস্থিত ছিল। এর পর গত ২১ জুন বিএনপিসহ আরো ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হলে পাঁচটি দল আসেননি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আগে রাজনৈতিক দলের কাছে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইতিমধ্যে প্রযুক্তিবিদদের জনমত যাচাই করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ‘ইভিএম যাচাইয়ের’ আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।