‘আমার দেশ’ সম্পাদকের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক জ্ঞাপণ


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ /
‘আমার দেশ’ সম্পাদকের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক জ্ঞাপণ

বিশিষ্ট সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই শোক জানান তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি লিখেছেন, ‘অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন- যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।’

সবশেষে তারেক রহমান লিখেছেন, ‘আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

এর আগে মাহমুদ রহমানের মৃত্যুতে শোক জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদসহ অনেকে।

রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মারা যান মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মাহমুদা বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে একমাত্র ছেলে মাহমুদুর রহমানসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।

মরহুমার জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।