আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’২৬ উপলক্ষ্যে তল্লাশী সহ টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ / ০ Views
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’২৬ উপলক্ষ্যে তল্লাশী সহ টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।

অদ্য ২৪ জানুয়ারী ২০২৬ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সীমান্ত এলাকার পাশাপাশি যশোরের বিভিন্ন স্থানে তল্লাশী ও টহল তৎপরত জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। নির্বাচন উপলক্ষে দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানোসহ নিয়মিত টহল পরিচালনা করছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।