ইথিওপিয়ায় ১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে উঠল!


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ /
ইথিওপিয়ায় ১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে উঠল!

কয়েক হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি নামক একটি আগ্নেয়গিরি। রোববার থেকে শুরু হয়েছে ওই অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ‘গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম’ থেকে পাওয়া তথ্য বলছে, গত ১২ হাজার বছরে হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে এটিই প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা।

ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্নুৎপাতের ফলে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে আশপাশের গ্রামগুলি। স্যাটেলাইট চিত্রেও একই ছবি দেখা গেছে। স্যাটলাইট থেকে পাওয়া চিত্রে লোহিত সাগরের উপর ছাইয়ের মেঘ ভাসতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। তাদের জানানো হয়েছে অগ্নুৎপাতের ফলে তৈরি হওয়া ছাই স্থানীয় পশুপালকদের জীবিকাকে প্রভাবিত করতে পারে।

‘তুলুজ ভল্ক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার’ থেকে জানানো হয়েছে, ছাইয়ের এই ঘন মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে। তবে এর ফলে হতাহত বা বাস্তুচ্যুতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এই অগ্নুৎপাতের তৈরি হওয়া ওই ঘন ছাইয়ের মেঘ ভারতের আকাশপথে প্রবেশ করেছে। গুজরাত, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবে এর প্রভাব পড়তে পারে বলে সোমবারই আগাম সতর্কতা জারি করা হয়।

ডাইরেক্টট জেনারল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে। সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে। সূত্র: বিবিসি।