ইমরান খানের দল পাঞ্জাব উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছে


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২২, ৬:২১ পূর্বাহ্ণ /
ইমরান খানের দল পাঞ্জাব উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছে

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসনের উপনির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি আসনের মধ্যে ইতোমধ্যে ১০টিতে জয় নিশ্চিত করেছে দলটি এবং আরো ৭টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই।

রোববার রাত ১২টার দিকে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মুসলিম লিগ-এন (পিএমএল-এন) মাত্র একটি আসনে জয় পেতে পারে।

অপরদিকে নির্বাচনে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান জিও নিউজকে বলেন, ‘মন থেকে গ্রহণ করে নিলাম যে, পাকিস্তান তেহরিকে ইনসাফের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘জনগণের ভোট আমাদের বিপক্ষে এসেছে। তারা ভোটের মাধ্যমে নিজেদের মত ব্যক্ত করেছে।’

আহমাদ খান বলেন, নির্বাচনের ফলাফল বলছে যে, আমাদের সাথে বেশিরভাগ জনগণ নেই। আমার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনিও জনগণের মতকে সম্মানের নির্দেশ দিয়েছেন।

রোববার পাঞ্জাবের ১৪টি জেলার ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট গ্রহণ অব্যাহত থাকে।

এই নির্বাচনে জয়ের জন্য উভয় দলই সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। কারণ, পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রদেশের ক্ষমতাসীন দল নির্ধারণ এবং পরবর্তী সাধারণ নির্বাচনেও এর প্রভাব পড়বে।

আনাস্থা প্রস্তাবে পরাজয়ের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান খান। পাঞ্জাবে ইমরান খানের দল পিটিআইয়ের ২৫ জন সদস্য হামজা শাহবাজকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে।

এদের মধ্যে ২০ জন ছিলেন সরাসরি ভোটে নির্বাচিত। বাকি পাঁচজন ছিলেন মনোনীত। পরে পাকিস্তানের নির্বাচন কমিশন আসনগুলো শূন্য ঘোষণা করে। ওই ২০টি শূন্য আসনেই রোববার নির্বাচন হয়।