ইসরাইলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানালেন পাকিস্তান


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ণ /
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানালেন পাকিস্তান

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ‘বেপরোয়া আগ্রাসন’ বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।আজ বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেছেন, এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েল দোহায় হামলা চালায়। হামাস জানিয়েছে, তাদের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও পাঁচ সদস্য নিহত হয়েছেন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও প্রাণ হারান।

শাহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি একে কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়ে কাতার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাকিস্তান ও কাতারের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরে শাহবাজ শরিফ বলেন, দুই দেশ সবসময় একে অপরের পাশে থেকেছে। অন্যায় উসকানি মোকাবিলায় পাকিস্তান দোহাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।

কাতারের গাজা শান্তি প্রচেষ্টার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের আগ্রাসনের উদ্দেশ্য হলো অঞ্চলকে অস্থিতিশীল করা এবং কূটনৈতিক ও মানবিক উদ্যোগ ব্যাহত করা।