উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন জ্বলছে নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ১০টি ইউনিট


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ /
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন জ্বলছে নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ১০টি ইউনিট

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।