এমপি নাবিল সংসদে যশোরকে বিভাগ করার দাবি জানালেন


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ /
এমপি নাবিল সংসদে যশোরকে বিভাগ করার দাবি জানালেন

সংসদে যশোরকে বিভাগ করার দাবি এমপি নাবিলের যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সংসদে বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন হলে যশোর হবে অর্থনৈতিক জোনের গুরুত্বপূর্ণ স্থান।

এ কারণে যশোরকে অবিলম্বে বিভাগ ও পৌরসভাকে সিটি কর্পোরেশন করার দাবি করেন তিনি। কাজী নাবিল আহমেদ সোমবার জাতীয় সংসদের ১৮তম ও ২০২২ সালের বাজেট অধিবেশনে বিষয়ভিত্তিক বক্তৃতায় এসব দাবি করেন।

সংসদে এমপি নাবিল আহমেদ বলেন, দেশে ফ্রিতে কোভিড-১৯ এর টিকাদান, বন্যা মোকাবেলা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালীকরণে কাজ করছে সরকার। বাজেট নিয়ে সরকারের প্রশংসা করে তিনি বলেন, সরকার সেক্টর ক্যাটাগরিতে যেসব বাজেট ঘোষণা করেছে তা নজির বিহীন।

বিএনপি-জামায়াত সমালোচনা করলেও বহির্বিশ্বে ঘোষিত বাজেট প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমপি কাজী নাবিল যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার দাবিও জানান।

একাদশ জাতীয় সংসদের ১৮তম বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।