করোনায় একজনের মৃত্যু খুলনায়


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ /
করোনায় একজনের মৃত্যু খুলনায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে মো: বেল্লাল নামের ৬০ বছরের এক রোগীর। তিনি নড়াইল সদরের বাসিন্দা। গত পরশু শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুহাস রঞ্জন হালদার।

এদিকে, খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল সকাল আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ২৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মনজুরুল মুরশিদ জানিয়েছেন।

তিনি বলেন, শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে খুলনায় চারজন, যশোরে নয়জন, কুষ্টিয়ায় ১১জন ও মেহেরপুরে একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যু হলো তিন হাজার ২৫৮জন এবং শনাক্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৫০২জনের।