

নুরুল আমিন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।
ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালীমুল কোরআন বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান হাবীবি, উপজেলা মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি মুহাম্মদ ইউছুফ আলী, উপজেলা মহিলা বিভাগের সহকারী মোছাঃ ছালেহা পারভীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন মহিলা বিভাগের সভানেত্রী আনজুয়ারা পারভীন, সেক্রেটারি মুনিরা পারভীনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী বলেন, “আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিবন্ধী-সুস্থ, ধনী-গরিব, শিক্ষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার ভোগ করবেন।”
তিনি আরও বলেন, “ক্ষুধা, দারিদ্র্য ও দুঃশাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠান শেষে শীতার্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :