কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন, জানাল ইরান


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ /
কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন, জানাল ইরান

শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন। তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান। দেশটি জানিয়েছে, তিনি সুস্থ আছেন। নিয়মিত কাজ করছেন।

ইসমাইল কানির সহযোগী ইরাজ মাসজেদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন। এর কোনো প্রয়োজন নেই।’

কুদস বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ। ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহসহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে।

২০২০ সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর কুদস ফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেয়া হয়। এর আগে ইসমাইল কানি কাসেম সোলেমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।