কেশবপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ /
কেশবপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর-২৫) উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, যশোর-৬ কেশবপুর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সহ উপজেলা, পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।