খালেদা জিয়ার চিকিৎসায় আসছে বিদেশি টিম


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ণ / ০ Views
খালেদা জিয়ার চিকিৎসায় আসছে বিদেশি টিম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা-কর্মী ও সাংবাদিকদের ভিড় 

  • আসছে চীনা চিকিৎসকদের মূল বিশেষজ্ঞ দল * অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আবারও অবনতি, রয়েছেন ভেন্টিলেশনে * নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ভিড় বাড়ছে এভারকেয়ারের সামনে * দেশব্যাপী দোয়া মাহফিল ও মোনাজাত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দুই দিন সামান্য উন্নতির পর গতকাল আবারও অবনতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। গতকাল দুপুর থেকে তাঁকে সিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিকালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাথমিক মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আজ মঙ্গলবার চীনা মূল চিকিৎসক দলটি ঢাকায় আসবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দেশনেত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গতকাল দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় নানা রকমের গুজব ছড়াতে থাকে। বেলা সাড়ে তিনটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশিবিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয়। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের দোয়ার আহ্বান জানান।

অক্সিজেন লাগছে, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ : বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের টানা পাঁচ দিন সিসিইউতেই আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে। রবিবার রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে তাঁকে। গতকালও কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তাঁর। গত বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের (সংক্রমণ) শঙ্কায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা চলছে। ট্রাভেল করার মতো কন্ডিশন তৈরি হলেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।

এভারকেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম : বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আজ মঙ্গলবার ঢাকায় আসবে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়। এর আগে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গুজব-বিভ্রান্তিতে কান দেবেন না- রিজভী : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সিসিইউতে পূর্বের মতোই চিকিৎসাধীন আছেন’ জানিয়ে তাঁর চিকিৎসা নিয়ে কারও গুজব কিংবা বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে- এতে কেউ যেন কান না দেয়।

দোয়া চাইলেন তামিম ইকবাল : বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর গুলশানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অংশগ্রহণকারীরা দেশনেত্রীর জন্য দোয়া কামনা করেন।

খোঁজ নিলেন জোনায়েদ সাকি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দুপুরে সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আহ্বান জানান।

ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার অনমনীয় অবস্থান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনমনীয় অবস্থান ছিল। তাই জাতির ইতিহাসে তাঁর অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ : বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। গতকাল বেলা ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আযম খান এ কথা জানান। তিনি বলেন, ‘রবিবার রাত থেকেই ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা-ই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।’ খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। তিনি বলেন, সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য নেতা-কর্মী। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। এভারকেয়ার হাসপাতালের সামনে এসে দোয়া ও মোনাজাত করছেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অনেক। তাঁর সুস্থতা দেশের জন্য জরুরি।

‘সারাটা জীবন যাঁর নামের ওপর ভরসা করে দল করে আসছি- তিনিই আজ মৃত্যুশয্যায়। মনটারে কেমনে মানাই বলেন? খুব দেখার ইচ্ছা ম্যাডামকে। দল করি, তাই ম্যাডামের জন্য যদি মরণও হয়, আফসোস নাই। তাঁরে দেখতে না পাইলেও ম্যাডাম যখনই বাইর হবে, অন্তত তাঁর গাড়িটা তো দেখতে পাব। এই জন্যে দাঁড়ায়া আছি। দোয়া করি, আল্লাহ তাঁরে সুস্থ করুক।’ নীলফামারী থেকে আসা আমজাদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে গতকাল সকালে এই কথাগুলো বলছিলেন। রবিবার তিনি ঢাকায় আসেন। দেশনেত্রী যত দিন হাসপাতালে থাকবেন, তিনিও তত দিন এখানে অপেক্ষা করতে চান। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন যুবদল নেতা তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘মনের টানে এসেছি। চেষ্টা করব, ম্যাডামকে একনজর দেখার।’ চট্টগ্রাম থেকে এসেছেন যুবদলের আজিজুল হক। তিনি বলেন, ‘ম্যাডামকে দেখার সুযোগ না পেলেও এখানে এলে একটু ভালো লাগবে, তাই এসেছি। রাতেই আবার চট্টগ্রাম ফিরে যাব।’

গতকাল সকালে হাসপাতালের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীদের দেখা যায়। তাঁরাও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।