‘খালেদা জিয়া’ কোনো দলের নয়, সব মানুষের নেত্রী’ বললেন জামায়াত নেতা তাহের


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ /
‘খালেদা জিয়া’ কোনো দলের নয়, সব মানুষের নেত্রী’ বললেন জামায়াত নেতা তাহের

খালেদা জিয়া

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন নেত্রী। আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী।

সোমবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জামায়াত নেতা তাহের বলেন, আমি আজকে অত্যন্ত বেদনার সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

এসময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তাহের বলেন, জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আমরা (যেন) আগামীতে আরও অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশেকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি।