খালেদা জিয়াকে চিকিৎসকরা কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে চান


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ৬:৫১ পূর্বাহ্ণ /
খালেদা জিয়াকে চিকিৎসকরা কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে চান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসকরা। গতকাল সোমবার তার চিকিৎসায় গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আজকে (গতকাল) মেডিকেল বোর্ড ম্যাডামের সর্বশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, উনাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ডের সোমবারের বৈঠকে ১৯ সদস্যের মধ্যে সাতজন উপস্থিত ছিলেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে শুক্রবার গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। শনিবার এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ডা. জাহিদ বলেন, ম্যাডামের এনজিওগ্রাম করার পর মেডিকেল বোর্ড ৭২ ঘণ্টার অবজারভেশনে রেখেছেন, সেটা শেষ হবে আগামীকাল (আজ)। আগামীকাল (আজ) আবারও বিকাল ৫টায় মেডিকেল বোর্ড বসবে। এটা নিয়মিত বৈঠক। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন। একটি অপসারণ করা হলেও বেগম খালেদা জিয়ার হৃদপিন্ডে আরও দুটিব্লেক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।
২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হল।