খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলালের জামিন 


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ৬:০৬ পূর্বাহ্ণ /
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলালের জামিন 

খুলনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

২০২১ সালের ১৩ ডিসেম্বর আলালের বিরুদ্ধে এ মামলা করেছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম এই মামলা দায়ের করেন।

মামলায় আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি করেন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেই বক্তব্য বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও তিনি কটূক্তিপূর্ণ বক্তব্য দেন। তার এই বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উপক্রম ঘটাতে পারে।