খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৯, ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ /
খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

খুলনা  প্রতিনিধিঃ  বাংলাদেশ নৌবাহিনীর এ /২০২২ ব্যাচের ৫৫৪ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার (০৯ জুন) খুলনাস্থ নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই ব্যাচে ২৫ জন মহিলা নাবিক রয়েছেন।

নৌবাহিনীর এ/২০২২ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে ফয়সাল মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। মোঃ রাইসুল ইসলাম আসাদ দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’, আবিদ হাসান ফাহাদ তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করে। মহিলা নাবিকদের মধ্যে চাঁদনী বেগম সকল বিষয়ে প্রথম স্থান অধিকার করে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করে।

নৌপ্রধান নবীন নাবিকদের উদ্দেশ্যে তার ভাষণে, স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সেই সাথে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত।

নৌবাহিনীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।’ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি তাঁর বক্তব্যে নৌঘাঁটি তিতুমীরে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন নাবিকদের কে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Uncategorized বিভাগের আরো খবর

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া  নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।   পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র  আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও খবর