খুলনা পাইকগাছার আলমতলা-গড়ইখালী সড়কের বেহাল দশা!


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৭:১৯ পূর্বাহ্ণ /
খুলনা পাইকগাছার আলমতলা-গড়ইখালী সড়কের বেহাল দশা!

পাইকগাছা,খুলনাঃ

পাইকগাছার লস্কর ইউনিয়নের মিনহাজ বাজার থেকে গড়ইখালী ইউনিয়নের বাসাখালী পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে|সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে| এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা| নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের| তারা দ্রুততর সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন|

জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা মোড় থেকে গড়ইখালী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার পিচের সড়কটি পাউবোর বাঁধের ওপর নির্মিত| এর মধ্যে প্রায় ৪ কিলোমিটার সড়কের পিচ-খোয়া উঠে গেছে| এ সড়ক দিয়ে লস্কর ইউনিয়ন ও গড়ইখালী ইউনিয়নসহ পাশের দাকোপ উপজেলার মানুষ চলাচল করে| স্থানীয় বাসিন্দা বাচ্চু গাজী জানান, খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে|

মোটরসাইকেল চালক জাফর আলী গাজী বলেন, ‘গত রাতে পাইকগাছা থেকে বাড়ি যাওয়ার পথে বাসাখালী নামক স্থানে খোয়া সরে পড়ে যাই| ঐ সময় যাত্রী ও আমি আহত হই| শুধু আমি নই, প্রায় সময় নসিমন-করিমন চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছে| নষ্ট হচ্ছে মোটরসাইকেল ও নসিমন, করিমন ও ইজিবাইকের যন্ত্রাংশ|

স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নান জানান, ‘আলমতলা-গড়ইখালী সড়কের মিনহাজ বাজার থেকে বাসাখালী সরদার বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানিয়েছি| কিন্তু কাজ হয়নি|’ গড়ইখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, ‘সড়কের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে| দ্রুতই আলমতলা থেকে গড়ইখালী পর্যন্ত সড়ক সংস্কার করা হবে| আগামী বাজেটে মিনহাজ বাজার থেকে গড়ইখালী বাজার পর্যন্ত কাজ করা হবে।

লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘সড়কের ব্যাপারটি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি| তিনি সড়ক সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছেন|’ এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে সড়কে কিছু সংস্কারের কাজ করেছি| বাকি কাজের জন্য কাগজপত্র তৈরি করে বরাদ্দ চাওয়া হয়েছে| বরাদ্দ আসামাত্র কাজ শুরু করা হবে|’