খোরশেদ আলম :
গত মে মাসের খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে যশোর এর নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরানকে পুরস্কৃত করা হয়েছে। রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম এই পুরস্কার প্রদান করেন।
যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপরাধ দমন ও মামলা তদন্তে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন সভা বিভাগীয় কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়।
এ সময়ের যশোর নাভারন সার্কেল অফিসার মনোনীত করা হয় এরপর তাকে এই পুরস্কার প্রদান করা হয় । এ সময় অতিরিক্ত ডিআইজি এডমিন একেএম নাহিদুল ইসলাম এবং যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ১০জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :