গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৮:৫০ পূর্বাহ্ণ /
গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে প্রবেশাধিকার নিশ্চিত না হলে, ইসরায়েলকে দেওয়া কিছু সামরিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র কাটছাঁট করবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে একটি গোপন চিঠি পাঠানো হয়, যা প্রথমে প্রকাশ্যে আসেনি। তবে পরে বিবিসির একটি প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে, তা নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, ‘চিঠির বিষয়টি এখন আলোচনায় আসায় আমি এটা নিশ্চিত করতে পারছি।’

মিলার আরও জানান, গাজায় যে পরিমাণে সহায়তা প্রবেশ করছে, তা অত্যন্ত সীমিত। অতীতে একই ইস্যুতে আলোচনা হলে ইসরায়েল কিছুটা প্রবেশাধিকার বাড়ালেও তা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন মিলার, যাতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নাটকীয়ভাবে বাড়ে এবং গাজার পরিস্থিতি উন্নত হয়।