স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের যে ছবি আপনাকেও কাঁদাবে। দলবেধে ছাত্র-শিক্ষকসহ ঘুরতে গিয়েছিলেন ১৮ জন। কিন্তু ট্রেন দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছে ১১ জন। আজ শুক্রবার (২৯ জুলাই, ২০২২) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে এ ঘটনা ঘটে।
১৮ জনের একটি দল আজ সকালে মাইক্রোবাসে করে খৈয়াছড়া ঝর্ণা দেখতে বের হয়েছিলেন। সে সময় তারা সবাই একত্র হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে। যা দুর্ঘটনার পরই ভাইরাল হয়ে যায়।
ওই ছবিতে দেখা যায় সবাই উঠতি বয়সের তরুণ। এ ছবি দেখে যে কারো হৃদয় হু হু করে কেঁদে উঠবে। কে জানত ঝর্ণা দেখে তাদের আর ফেরা হবে না।
জানা গেছে, তারা আমানবাজারের আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার নামে কোচিং সেন্টারে পড়তেন। সেখান থেকে শুক্রবার সকালে শিক্ষক ও ছাত্রসহ ১৮ জনের একটি দল মাইক্রোবাসে করে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গেছিলেন। ফেরার পথে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মীরসরাইয়েয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন প্রাণ হারায়।
এ দুর্ঘটনায় বেঁচে ফেরা হাটহাজারীর কলেজছাত্র তানভীর হাসান হৃদয় বলেন, গাড়িতে আমাদের কোচিংয়ের শিক্ষক জিসান, রিদোয়ান, রাকিব ও সজিব স্যার ছিলেন। আমরা চালকসহ ১৮ জন ছিলাম। আমি গাড়িতে ঘুমিয়ে ছিলাম। কখন দুর্ঘটনা হয়েছে তা আমরা বুঝতেই পারিনি। ঘটনার সময় আমি অজ্ঞান ছিলাম।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, পূর্ব খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে বিয়োগান্ত দুর্ঘটনার সময় কোনো গেটম্যান ছিলেন না। মাইক্রোবাসটির যাত্রীরা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে যায়।
আপনার মতামত লিখুন :