চা’ উৎপাদন বাড়লেও শমিকের বেতন বাড়েনি


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ৩:৩৬ অপরাহ্ণ /
চা’ উৎপাদন বাড়লেও শমিকের বেতন বাড়েনি

দ্রুত শেয়ার করুন-

অবহেলিত চা শ্রমিকরা, রেকর্ড উৎপাদন সত্ত্বেও মজুরি সর্বনিম্ন।  শ্রমিকদের উপযুক্ত মজুরি আর জীবনমানের নিশ্চয়তার দাবির মধ্যেই আজ শনিবার পালিত হচ্ছে চা দিবস। মালিকপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে দিনটি পালন করলেও চা শিল্পে যাদের বড় অবদান, সেই শ্রমিকেরাই থাকছেন অবহেলিত। দেশে চায়ের রেকর্ড উৎপাদন হলেও এ শিল্পে নিয়োজিত ৩ লক্ষাধিক চা শ্রমিক পাচ্ছেন দেশের শ্রম খাতের সর্বনিম্ন মজুরি।

চা শ্রমিক সেবা গোয়ালা বাস করেন মাটির ঘরে। নেই উন্নত স্যানিটেশন ব্যবস্থা। দৈনিক মাত্র ১২০ টাকার মজুরিতে কোনোমতে চলে তার পরিবার। দেশের বেশিরভাগ চা বাগান শ্রমিকের জীবনযাপনের চিত্রই এমন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের। অভাব-অনটনের কারণে পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও করতে পারেন না অনেক চা শ্রমিক।

শ্রমিক নেতারা বলছেন, মজুরি দিনে ১২০ টাকায় উন্নীত হলেও তা যথেষ্ট নয। চুক্তির প্রতিশ্রুত অনেক সুবিধা থেকেও বঞ্চিত চা শ্রমিকরা।
ইতিহাসের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধসহ নানা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল চা শ্রমিকদের। দেশের নাগরিক হিসেবে তাদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, বলছেন বিজ্ঞজনেরা।

দেশের ১৬৭টি চা বাগানে বর্তমানে ২ লাখ ৮০ হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। এসব বাগানে গত বছর উৎপাদন হয়েছে রেকর্ড ৯ কোটি ৬৫ লাখ কেজি চা।