

মহাকাশ পর্যটনের লক্ষ্যে চীনের তৈরি একটি বাণিজ্যিক পুনরুদ্ধারযোগ্য মহাকাশযান সফলভাবে সাব-অরবিটাল পর্যায়ে উড্ডয়ন সম্পন্ন করেছে। সোমবার উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে প্যারাস্যুট-ভিত্তিক পুনরুদ্ধার ব্যবস্থার মাধ্যমে মহাকাশযানটির পেলোড ক্যাপসুল নিরাপদে অবতরণ করে।
চীনের বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠান সিএএস স্পেস জানিয়েছে, এই পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে পুনঃপ্রবেশকালে গতিবেগ হ্রাস প্রযুক্তি যাচাই করা হয়েছে এবং পেলোড মডিউলের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে মহাকাশযানের সাব-স্টেজের নিখুঁত অবতরণ নিয়ন্ত্রণ প্রযুক্তির সাফল্যও দেখানো হয়েছে।
‘লিহং-১ ওয়াই১’ নামের মহাকাশযানটি প্রায় ১২০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়। কম খরচে উৎক্ষেপণ, উচ্চমাত্রার নমনীয়তা এবং পরীক্ষামূলক পেলোড পুনরুদ্ধারের সক্ষমতা এর অন্যতম বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানটি জানায়, যানটি ৩০০ সেকেন্ডেরও বেশি সময় ধরে স্থিতিশীল ছিল।
এই পরীক্ষায় মহাকাশযানটি চীনা গোলাপের বীজ বহন করছিল। লিহং-১ প্রকল্পের প্রধান নকশাবিদ ও প্রকল্প কমান্ডার শি সিয়াওনিং জানান, বীজগুলো মহাকাশে ৩০০ সেকেন্ড অবস্থানকালে মহাজাগতিক বিকিরণের সংস্পর্শে আসে। পৃথিবীতে ফিরে আসার পর বিজ্ঞানীরা এসব বীজ নিয়ে আরও গবেষণা করবেন। এবং একটি ‘অ্যারোস্পেস রোজ জার্মপ্লাজম ব্যাংক’ গড়ে তুলবেন বলে জানানো হয়। সূত্র: সিনহুয়া।
আপনার মতামত লিখুন :