জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিষয়: শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ /
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিষয়: শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়।

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ঐতিহ্যবাহী বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। ১৯৪২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মোট ১৬টি ক্যাটাগরি অনুযায়ী মূল্যায়ন করা হয়। এসব ক্যাটাগরির মধ্যে ছিল—
ফলাফল ও পাশের হার, পাশ করা ছাত্র-ছাত্রীর সংখ্যা, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার মানের গড়, ভৌত অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ যথাযথভাবে উদযাপন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, সমৃদ্ধ গ্রন্থাগার ও বিজ্ঞানাগার, পাঠদান কার্যক্রমে নিয়মানুবর্তিতা, খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রম, মনোরম ও নিরাপদ শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব, স্কাউট কার্যক্রম এবং বিজ্ঞান মেলা আয়োজন।

এই সকল সূচকে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় সর্বোচ্চ মান অর্জন করায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী শিক্ষাদান কাঠামো। শিক্ষক-শিক্ষার্থী অনুপাতও শিক্ষাবান্ধব ও মানসম্মত।

বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা প্রশংসনীয়। পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, স্কাউটিং, বিজ্ঞান মেলা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী মহল মনে করেন, এই অর্জন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে নতুন প্রেরণা যোগাবে।