রাজশাহী জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তারা বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান নিউরোলজিস্ট সমস্যায় আক্রান্ত, এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে বিশ্রামে থাকতে হবে।
তিনি মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন।
আপনার মতামত লিখুন :