

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছা থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৯ মামলার আসামি সোহাগ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । মঙ্গলবার বিকেলে শহরের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ ঝিকরগাছা উপজেলার ফুরন্দপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ডিবি জানায়, গত (১০ অক্টোবর) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছার কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামার থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটার করাত, জ্যাকেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালিয়ে যায়।
এরপর থেকে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অন্যদিকে ডিবি পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে
অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবির (এসআই) অলক কুমার দের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে।
ডিবি আরও জানায়, সোহাগের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা যশোর জেলাজুড়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
আপনার মতামত লিখুন :