ঝিকরগাছা সরকারি এম.এল হাইস্কুলের দুই শিক্ষার্থীর বুয়েটে চান্স


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ /
ঝিকরগাছা সরকারি এম.এল হাইস্কুলের দুই শিক্ষার্থীর বুয়েটে চান্স

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এম.এল) হাইস্কুলের দুই শিক্ষার্থীর বুয়েটে চান্স পেয়েছে। রবিবার সকালে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের সাথে সাক্ষাত করেন।

ঝিকরগাছা পৌরসদরের কৃষ্ণনগর গ্রাম নিবাসী ও চৌগাছা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের ছেলে খালিদ মেহেবুব। সে বুয়েট’র মেধা তালিকায়-১৯২। যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মঈন উদ্দিন। সে বুয়েট’র মেধা তালিকায়-৪২৯ হয়েছেন।

তখন তাদের খুশির খবর শুনতে পেয়ে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ শিক্ষার্থীদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন ও আদর করে মুখে মিষ্টি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষকবৃন্দ।