জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফয়জুর রহমান এসজিপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
মেজর জেনারেল মো. ফয়জুর রহমান ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :