ডিহিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ণ /
ডিহিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল রানাঃ “ অল্প সমায়, স্বল্প খরচ, সটিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালত ” এই স্লোগানকে সামনে রেকে যশোরের শার্শার ডিহিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ডিহি ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী রুহুল আমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শেখ রমজান আলী, সাধারণ সম্পাদক জব্বার সরদার, সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারণ ছাব্দার আলী, জামায়াত ইসলামী ডিহি ইউনিয়ন শাখার সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক রমজান আলী, ডিহি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুফল কুমার সাহা, মহিলা ইউপি সদস্যা শাহিদা খাতুন, মিনু খাতুনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনামূলক ভিডিও প্রদর্শনী দেখানো হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিহি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।