ঢাকা-ময়মনসিংহ রুটে বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ণ /
ঢাকা-ময়মনসিংহ রুটে বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বিঘ্ন

– ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশনে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ গামী ট্রেনের যাত্রী জিল বাংলা সুগার মিলসের সিবিএর সাধারণ সম্পাদক রায়হানুল হক বলেন, ‘আজ রাত পৌনে ১০টার দিকে ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেনটি ফাতেমা নগর স্টেশনেই দাঁড়িয়ে আছে।’

তিনি আরো বলেন, লাইনচ্যুত হওয়া বগিসহ পেছনের তিন বগি রেখে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে। উদ্ধারকারী ট্রেন আসছে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।