– প্রতীকী ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস নিশ্চিত করতে শিগগিরই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘বর্তমানে ৩২টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত দ্রুত সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।’
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, এ বিভাগের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় অগ্নিনির্বাপণ কর্মীদের ঝুঁকি ভাতা কম উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সদস্যদের জন্য ঝুঁকি ভাতা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে। উপদেষ্টা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সুনাম সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রশিক্ষণ একাডেমির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। ‘যত দ্রুত সম্ভব এটিকে প্রশিক্ষণ দেয়ার উপযোগী করে তোলা হবে।’
এ সময় অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ফায়ার ফাইটারদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী ঘুরে দেখেন।
সূত্র : ইউএনবি
আপনার মতামত লিখুন :