

অজয় পালঃ ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ না করলে দল থেকে বহিষ্কার করা হবে মন্তব্য করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। সোমবার বেনাপোলের সানরুপ রেস্টুরেন্টে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে যুবদলসহ সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শার্শা ও বেনাপোল পৌর যুবদলের তিন নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আগামীকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে কোনো কারণ দর্শানো ছাড়াই দল থেকে বহিষ্কার করা হবে।
পল বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তিনিই ধানের শীষের প্রার্থী। ধানের শীষ জিতলে তারেক রহমান জিতবেন, বাংলাদেশ জিতবে। তিনি বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে কাজ করার জন্য দলের সব নেতা–কর্মীকে নির্দেশ দেন।
শার্শা ও ঝিকরগাছা আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে যুবদলের কয়েকজন নেতা প্রার্থীর পক্ষে কাজ না করায় সোমবার সকাল ও সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নেতারা শার্শা ও ঝিকরগাছায় দুই দফা স্থানীয় যুবদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, ইমদাদুল হক ইমদা, শার্শা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ উপজেলা–পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :