নক্ষত্র সোসাইটি, যশোর-এর উপদেষ্টা লুৎফুন্নেসা’র ৬২তম জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ /
নক্ষত্র সোসাইটি, যশোর-এর উপদেষ্টা লুৎফুন্নেসা’র ৬২তম জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা

যশোর প্রতিনিধি : নারী নক্ষত্র সোসাইটি, যশোর-এর উপদেষ্টা লুৎফুন্নেসা’র ৬২তম জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা

আজ ২১ অক্টোবর ২০২৫, নারী নক্ষত্র সোসাইটি, যশোর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হচ্ছে সংগঠনের সম্মানিত উপদেষ্টা লুৎফুন্নেসা-কে তাঁর ৬২তম জন্মদিনে।

লুৎফুন্নেসা নারী সমাজের প্রেরণার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, শিক্ষা বিস্তার ও নারী উন্নয়নে অসাধারণ ভূমিকা পালন করে আসছেন। একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তিনি সর্বদা মানবকল্যাণের পথেই নিজেকে নিয়োজিত রেখেছেন।

নারী নক্ষত্র সোসাইটি’র উপদেষ্টা হিসেবে তিনি সংগঠনের প্রতিটি কার্যক্রমে দিকনির্দেশনা, পরামর্শ ও প্রেরণার ভূমিকা পালন করছেন। বিশেষ করে অসহায় নারী, শিশু ও দরিদ্র পরিবারের উন্নয়নমূলক প্রকল্পে তাঁর অবদান প্রশংসনীয়।

তাঁর জীবনদর্শন, আন্তরিকতা ও নেতৃত্বগুণ নারী নক্ষত্র সোসাইটির সকল সদস্যদের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

এই বিশেষ দিনে নারী নক্ষত্র সোসাইটি, যশোর পরিবারের সকল সদস্য আন্তরিকভাবে প্রার্থনা করছে—
আল্লাহ তাআলা লুৎফুন্নেসা উপদেষ্টা’কে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং সমাজসেবায় তাঁর আলোকিত পথচলা অব্যাহত রাখুন।