নারীদের কোপা আমেরিকা ভোরে মাঠে নেমেছে আর্জেন্টিনা


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২২, ৬:৫৪ পূর্বাহ্ণ /
নারীদের কোপা আমেরিকা ভোরে মাঠে নেমেছে আর্জেন্টিনা
নারীদের কোপা আমেরিকায় শনিবার (৩০ জুলাই) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে তৃতীয় স্থান দখল করার জন্য মাঠে নেমেছে দুই দল।

সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় আকাশী-নীল জার্সিধারীদের। অন্য সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

৩১ জুলাই শিরোপার লক্ষ্যে এস্তাদিও অলফনসো লোপেজ স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে কলম্বিয়া ও ব্রাজিল। কলম্বিয়া নিজেদের প্রথম শিরোপার জন্য লড়াই করবে। আর ব্রাজিল নারীদের কোপা আমেরিকার সবচেয়ে সফল দল। এখন পর্যন্ত ৭ বার শিরোপা জিতেছে দলটি।