চিত্রনায়িকা তানহা মৌমাছির বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা চুরি হয়ে গেছে। নিজ জন্মস্থান জয়পুরহাটের পাঁচবিবির বাড়ি থেকে গতকাল সোমবার বিকেলে এগুলো চুরি হয় বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।
তানহার ভাষ্য, ‘বিপদ যখন আসে চারদিক থেকে আসে। খুব কষ্ট পেয়ে আজ কথাগুলো বলছি। জীবনে প্রথমবার এমন ধাক্কা খাইলাম। এ থেকে অনেক কিছু শিখেও গেলাম। আমার রুম থেকে আমার ডায়মন্ডের গহনা; যার মূল্য ১৪-১৫ লাখ টাকা, চুরি হয়ে গেছে। কষ্ট এটা না, কষ্ট হচ্ছে মানুষ যে কতটা নোংরা হতে পারে আল্লাহকে ভয় পায় না। আমার খুব লাকি একটা রিং ছিল সেটাও হয়তো চোর জানতো, সেটাও নিয়ে নিলো।’
তিনি আরও বলেন, ‘কষ্টে নিজেকে পাগল পাগল লাগছে। হায় রে স্বার্থের দুনিয়ায় মানুষকে বেশি বিশ্বাস করলে হয়তো এমনটাই হয়। আমার লাকি রিং, বাবার নির্বাচন, সিনেমার শুটিং, পরিবারের লোকজন অসুস্থ- এর মধ্যে চুরি। আর ভালো লাগছে না। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তবে এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ করেননি এ চিত্রনায়িকা। তানহা মৌমাছি বলেন, ‘গতকাল মাত্র দুই ঘন্টার মধ্যেই এসব কিছু হয়েছে। শেষ বিকেলে বাড়ির ছাদ থেকে নেমে দেখি আমার দামি ঘড়ি ও গহনা নেই। এ ঘটনায় বাসার লোকজন কেউ জড়িত আছে কিনা সেটি আগে খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেবো কি করব।’
এদিকে, বাবা জয়নাল আবেদীন জিনু মন্ডলের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন তানহা মৌমাছি। দীর্ঘ প্রায় ১১ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন এই চিত্রনায়িকার বাবা। উট পাখি প্রতীক হাতে এখন ভোটের মাঠে ব্যস্ত বাবা-মেয়ে।
উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। ইতোমধ্যেই তার অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় আছে নাসির উদ্দিনের ‘বাসর ঘর’, রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’ সিনেমা।
আপনার মতামত লিখুন :