

নিজস্ব প্রতিবেদকঃ ঝিকরগাছার বাঁকড়ায় কপোতাক্ষ নদের উপর নিজস্ব অর্থায়নে সেতু নির্মান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী জিয়াউর রহমান। সে যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের তনু মোড়লের ছেলে।সেতুটি নির্মানের ফলে ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার বাঁকড়া এবং হরিহরনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হলো। বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামের মানুষ ব্রিটিশ আমল থেকে ডুমুরখালি হাটে সওদা করতে আসতো।
দুটি গ্রাম দুই পাড়ে পাশাপাশি হওয়ায় জনসাধারনের চলাচল আবহমান কাল ধরে চলে আসছে।বাজার, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতো খেয়াপারাপারের মাধ্যমে। প্রতিকূল অবস্থা থেকে মুক্তি দিতে জিয়াউর রহমান এগিয়ে আসে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি নির্মাণ করে দিয়েছে । এই মহতী কাজের জন্য এলাকায় জিয়া প্রশংসায় ভাসছেন।
গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন হরহরনগর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বিশ্বাস,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বাঁকড়া ডিগ্রী কলেজের( অব:)উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার,স্থানীয় জামায়াত নেতা আবুবকর সিদ্দিক, বাঁকড়া ইউপি চেয়ারম্যান মাস্টার আনিস উর রহমান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জামির হোসেন সহ এলাকার সুধিজন শিক্ষক শিক্ষার্থি ও উৎসুক জনতা। এ উপলক্ষে উদ্বোধনী স্থল মিলন মেলায় পরিণত হয়। ইতোমধ্যে কনটেন্ট ক্রিয়েটরা ভাইরাল করেছে ফলে দুরদুরন্ত থেকে সেতুটি দেখার জন্য প্রচুর দর্শক আসছে।
আপনার মতামত লিখুন :