নিজ দলের নেতার উপর গুলি চালানোর ঘটনায় খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বহিষ্কার


Al Amin প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ /
নিজ দলের নেতার উপর গুলি চালানোর ঘটনায় খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বহিষ্কার

নড়াইল(লোহাগড়া) প্রতিনিধি: নড়াইলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের ওপর গুলি চালানোর ঘটনায় খুলনা বিভাগীয় কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কৃষকদল। (৭ আগস্ট)বুধবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ আগস্ট বিকেলে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম হবখালীতে এক দলীয় নেতার জানাযা শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে কাগজীপাড়া নামক স্থানে পৌছালে তার গতিরোধ করে মোস্তফা কামাল তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। গুলিগুলো মনিরুলের পায়ে লাগে। এ ঘটনার প্রতিবাদে মনিরুলের অনুসারীরা মোস্তফা কামালের বাড়ি গেলে তাদের ওপরও গুলি ছোড়া হয়, সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, মোস্তফা কামাল দলীয় পরিচয়ে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে, এটাতে বাধা দেওয়ায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে সরিয়ে দিতে চেয়েছে। বিষয়টি আমি দলীয় উচ্চ পর্যায়ের সবাইকে জানিয়েছি।