উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসা লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। তবে তা গিয়ে পড়ে বাগানে। যদিও নেতানিয়াহু বা তার পরিবারের কোনও সদস্য তখন বাসায় ছিলেন না। কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ এই হামলার তীব্র নিন্দা করেছেন। রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সব সীমা অতিক্রান্ত।’ সেই সঙ্গেই তিনি লেখেন, ‘এভাবে বারবার নিজের বাসাতে টার্গেট করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে । ইরান ও তার ছায়াসঙ্গীরা চেষ্টা করছে তাকে হত্যা করার।’
তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ একটি পোস্টে ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে। নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এক্স-এ বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমানা অতিক্রম করে। আজ রাতে তার বাসাতে একটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ লাল রেখা অতিক্রম করেছে।’
গত অক্টোবরের সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সিজারিয়া এলাকায়। সেখানেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন। জানা যায়, তার বাড়ির খুব কাছেই ঘটেছে বিস্ফোরণ। তবে সেই সময়ও নেতানিয়াহু বাড়িতে ছিলেন না। উল্লেখ্য, নেতানিয়াহুর বাসার আশপাশের এলাকায় নিয়মিত হামলা চালানোর অভিযোগ রয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে। এবার আছড়ে পড়ল ফ্ল্যাশ বম্ব।
সূত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :