নো আদার ল্যান্ডঃ ফিলিস্তিন-ইসরায়েলি নির্মাতাদের অস্কার জয়


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ /
নো আদার ল্যান্ডঃ ফিলিস্তিন-ইসরায়েলি নির্মাতাদের অস্কার জয়

ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের বাড়িঘর রক্ষার জন্য ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। স্থানীয় সময় রোববার (২ মার্চ) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডরবি থিয়েটার হলে এ পুরস্কার দেওয়া হয়।

ফিলিস্তিনের অ্যাক্টিভিস্ট বাসেল আদ্রা এবং ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম তাদের ডকুমেন্টারিতে মূলত ‘ফিলিস্তিনি জনগণের জাতিগত নির্মূল’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

আল জাজিরা ও সিএনএন জানিয়েছে, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তা নামের একটি এলাকায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত করে ইসরায়েলি সেনারা। গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। আর সে সময় জীবনের ঝুঁকি নিয়ে এসব দৃশ্য ক্যামেরাবন্দি করেন আদ্রা। ঘটনাচক্রে ইহুদি ইসরায়েলি সাংবাদিক আব্রাহামের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। পরে আব্রাহাম এই ডকুমেন্টারি বানাতে আন্দ্রাকে সহযোগিতা করেন।

পুরস্কার গ্রহণ করে আদ্রা বলেন, ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে যে কঠোর বাস্তবতা সহ্য করে আসছে, ‘নো আদার ল্যান্ড’ সেটিই প্রতিফলিত করে।

তিনি বলেন, প্রায় দুই মাস আগে আমি বাবা হয়েছি। আমার মেয়ের কাছে আমার আশা, আমি যে জীবনযাপন করছি সেই একই জীবনযাপন হয়তো তাকে করতে হবে না। আমার সম্প্রদায় ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস করছে এবং প্রতিদিন এসবের স্বাদ নিচ্ছে। সেই বসতি স্থাপনকারী, সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক স্থানচ্যুতির ভয়ে আমি সর্বদা ভীত।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচার বন্ধে এবং জাতিগত নিধন বন্ধে গুরুতর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

‘একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী’

ইসরায়েলের ইউভাল আব্রাহাম বলেন, একসাথে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি : গাজা ও এর জনগণের নৃশংস ধ্বংসযজ্ঞ। এটি অবশ্যই বন্ধ করতে হবে। ৭ অক্টোবর নির্মমভাবে জিম্মি ইসরায়েলিদেরও মুক্তি দিতে হবে।

জীবন ধ্বংসকারী ইসরায়েলি শাসনব্যবস্থার সমালোচনা করে আব্রাহাম বলেন, আমাদের উভয় সম্প্রদায়ের জনগণের জন্য জাতীয় অধিকারসহ একটি ভিন্ন পথ রয়েছে। এটি জাতিগত আধিপত্য ছাড়াই একটি রাজনৈতিক সমাধান। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সেই পথ রুদ্ধ করছে।

প্রসঙ্গত, ‘নো আদার ল্যান্ড’ অস্কারের পাশাপাশি গত বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং ডকুমেন্টারি ফিল্ম পুরষ্কার পেয়েছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরষ্কারও জিতেছে।