পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অস্ত্রধারীদের হামলায় সাত বাসযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার লাহোরগামী বাসটিতে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের বারখান এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র প্রায় ৪০ ব্যক্তি কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে পরিচয়পত্র তল্লাশি করতে থাকে। এরপর বাস থেকে ওই সাত যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহত সাতজনই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশটিতে বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের কয়েক দশক ধরে লড়াই চলছে। এসব বিদ্রোহী ব্যাপক আকারে অঞ্চলটির স্বায়ত্তশাসন ও সেখানকার প্রাকৃতিক সম্পদের হিস্যা চায়।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তাও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। তবে হামলাকারীরা পালিয়ে গেছে। এর আগে গত শুক্রবার কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
গত আগস্টে পাকিস্তানের বিভিন্ন থানা, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রাস্তার পাশে একটি হামলার ঘটনায় ২৩ জন নিহত হন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল।
আপনার মতামত লিখুন :