পুলিশের লাঠিপেটায় শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেল


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ /
পুলিশের লাঠিপেটায় শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেল

সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।ঢাকায় পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে ভণ্ডুল হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

এতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেয়ার জন্য আন্দোলনকারীদের আল্টিমেটাম দেয় পুলিশ।

কিন্তু এর পরেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। সেইসাথে সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।