প্রধান উপদেষ্টা আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ /
প্রধান উপদেষ্টা আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন

আগামী আগস্টে সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি। তবে সফরের তারিখ চূড়ান্ত হয়নি। এ সফর আগামী আগস্টে হতে পারে। এটা হবে দ্বিপক্ষীয় সফর।

তৌহিদ হোসেন জানান, আগামী মাসের (জুলাই) মাঝামাঝিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক পোগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছে ঢাকা।