ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর!


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৬:২০ পূর্বাহ্ণ /
ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা অভিনেত্রীর!

টিভি সিরিয়ালে কাজ করা অভিনেত্রী দেবলীনা দে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। তার বাড়ি ভারতের কালনায়। সম্প্রতি উপার্জন খুব বেশি না থাকায় পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল।

ওই ঘটনার জেরে গত শুক্রবার এই অভিনেত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ২৭ বছর বয়সী দেবলীনা আত্মহত্যার চেষ্টার আগে পরিবারকে দায়ী করেন। তবে পুলিশ এবং পরিচিতদের তৎপরতায় শেষ রক্ষা হয়েছে।

জানা যায়, গত ২২ জুন জন্ম দিন ছিল দেবলীনার। ওই দিন কালনায় নিজের পৈতৃক বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করেন তিনি। এরপর বাবার কাছে নতুন একটি ফ্যাশন হাউজ খোলার জন্য লাখ খানেক টাকা চান। এটা নিয়েই বাঁধে ঝামেলা। একপর্যায়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিও হয় তার।

ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ভাইকে ব্লক করেন দেবলীনা। এরপর ফেসবুকে নিজের পরিবারের বিপক্ষে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আমার পরিবারই সব কিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই। বিদায়।’