বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবার নাগাদ একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’। তবে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা এখনো নিশ্চিত নয়।শুক্রবার (১৮ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও এটি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে, ৫৩ মিলিমিটার। রাজধানীতে এ সময় ৩ মিলিমিটার বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, রোববার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। মঙ্গলবার থেকে বঙ্গোপসাগের একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এটি নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বা ওডিশার দিকেই এটি আঘাত হানতে পারে। এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম।
আপনার মতামত লিখুন :