বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল হলো


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ /
বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল হলো

নতুন পার্সপোর্ট-ইউএনবি

আগের মতোই বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে। আগের মতোই বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) চিঠিটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি।

সূত্র : ইউএনবি