বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়েছেন বিপুল ফারাজী


Sarsa Barta প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ /
বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়েছেন বিপুল ফারাজী

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে এফএম বিপুল ফারাজি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান জয়ী হয়েছেন।২৯শে মে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রথমবারের মতো এই উপজেলার ৭০ টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহন চলে। প্রশাসনের কড়া নজরদারিতে সুষ্ঠু ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটারিং কর্মকর্তা আব্দুর রশিদ ।

তিনি জানান, নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী ৫২,১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী রাজীব কুমার রায় ঘোড়া প্রতিকে ২০,৮১৪ ভোট, আব্দুর রউফ মোল্লা দো-য়াত কলম প্রতিকে ১৫,৬১৬,

মো: মাসুম রেজা হেলিকপ্টার প্রতিকে ১,৪৮৪ ভোট , মো: সেলিম রেজা কাপ-পিরিচ প্রতিকে ৭৪৬ ভোট ও মো: হাসান আলী আনারস প্রতিকে ৫৭০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে কৃষিবীদ এনায়েত হোসেন লিটন মাইক প্রতিকে ৩৪৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএম শাহাজালাল বই ১২৮৬২ ভোট, তাওহিদুর রহমান উড়োজাহাজ ১১১৪৫ ভোট, আসাদুজ্জামান চিশতি টিউবয়েল প্রতিকে ৯৮১৭ ভোট,

জয়নাল আবেদিন টিয়া পাখি প্রতিকে ৯২০২ ভোট,নাজমুল হুসাইন নান্নু চশমা প্রতিকে ৯১৯৯ ভোট, গোলাম সরোয়ার তালা প্রতিকে ৩৯৭৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস দিলারা জামান প্রজাপতি প্রতিকে ২৬৩৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দী শামছুন্নাহার ফুটবল প্রতিকে ২২৮১১ ভোট, রেক্সনা খাতুন কলস প্রতিকে ২১০০৯ ভোটও বিথীকা বিশ্বাস পদ্মফুল প্রতিকে ২০১৫৩ ভোট পেয়েছেন।বাঘারপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৭০ টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১,৮৯২৫১।”