বেনাপোলে প্রায় অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ ০১ জন আসামী আটক


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ / ০ Views
বেনাপোলে প্রায় অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ ০১ জন আসামী আটক

গেফার সালেম, সারসা বার্তা : প্রায় অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি।

অদ্য ২১ নভেম্বর ২০২৫ তারিখ ০৮২০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র বিজিবি স্ক্যানিং রুমে ০১ জন আসামীসহ (পাসপোর্টধারী যাত্রী) ১০,০০০ (দশ হাজার) ইউএস ডলার এবং ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সৌদি রিয়াল আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ইউএস ডলার এবং সৌদি রিয়াল পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে ব্যবসায়ী কাজে ভারতে গমন করে এবং ভারতের কলকাতায় অবস্থানকালীন বাংলাদেশী নাগরিক লিটু তাকে রিয়াল ও ইউএস ডলারগুলো হস্তান্তর করে এবং বাংলাদেশে আসার পর জনৈক ব্যক্তি ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে উক্ত রিয়াল ও ইউএস ডলারগুলো সংগ্রহ করবে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা মোঃ শফিকুল ইসলাম(৪৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-হরনাথ ঘোষ রোড, পোস্ট-লালবাগ, থানা-লালবাগ, জেলা-ঢাকা (পাসপোর্ট নাম্বর B 00745663) । আটককৃত ইউএস ডলার এবং সৌদি রিয়ালের সর্বমোট সিজার মূল্য ৪৮,২০,০০০/- (আটচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ভারত হতে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ডলার ও রিয়াল পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।